রূপগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2018, 12:32 PM
Updated : 12 June 2018, 12:32 PM

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া (৩৫) ফরিদপুরের মধুখালী উপজেলার গুন্দারদিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে। পলাতক রয়েছেন তিনি।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে বিশেষ পিপি রকিব উদ্দিন জানান।

মামলার বরাত দিয়ে পিপি জানান, রূপগঞ্জের নয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের মেয়ে সখিনা খাতুনের (২৫) সঙ্গে বিয়ে হয় বাবুল মিয়ার। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে প্রায়ই সখিনাকে মারধরসহ নির্যাতন করত বাবুল।

“২০০৪ সালের ১৫ মে যৌতুকের দাবিতে রূপগঞ্জের নয়াপাড়া ফতেপাগলীর ভাড়া বাড়িতে তাকে মারধর করে। এসময় আশপাশের লোকজন এসে সখিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তার মৃত্যু হয়।”

এ ঘটনায় সখিনার বাবার বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে মামলা করেন।