ভবন থেকে রিকশা চালকের উপর পড়ল শ্রমিক, দুজনই নিহত

ফেনীতে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে এক শ্রমিক পড়েছেন নিচে এক রিকশাচালকের উপর; এতে দুইজনই নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 03:15 PM
Updated : 11 June 2018, 03:25 PM

সোমবার শহরের দক্ষিণ সহদেবপুর মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক নিমাই চন্দ্র সরকার (৫৫) ও রংপুরের নেপাসছরা গ্রামের বাসিন্দা রিকশাচালক মো. এমদাদুল (৩০)।

ফেনী সদর মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মজুমদার বাড়ি এলাকায় জনৈক অশোক চন্দ্র তার তিন তলা বাড়ি উপরের দিকে সম্প্রসারণ করে পাঁচতলা করেন।

“বিকালে পাঁচতলা ছাদের উপর দেওয়ালের সঙ্গে রাখা ইটের টুকরা সরাতে গেলে হঠাৎ ছাদের দেওয়ালের একাংশ ভেঙে নির্মাণ শ্রমিক নিমাই চন্দ্র নিচে পড়ে যান।

“এ সময় ওই ভবনের পাশের সড়কে ছিলেন রিকশাচালক মো. এমদাদুল। নিমাই চন্দ্র পাঁচ তলা থেকে এমদাদুলের উপর পড়েন।”

ওসি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক নিতাইকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত এমদাদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। চট্টগ্রাম যাওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।