নাম জারির জন্য নেওয়া ঘুষ ফেরত দিলেন ‍ভূমি কর্মকর্তা

নাম জারি করার জন্য নেওয়া ঘুষের টাকা ফেরত দিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রুহুল আমিন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2018, 02:19 PM
Updated : 11 June 2018, 02:19 PM

সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহানে উপস্থিতিতে তিনি এ টাকা ফেরত দেন বলে জেলা প্রশাসক আতিকুর রহমান জানান।

তিনি বলেন, রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহানের নেতৃত্বে একটি টিম সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কয়েকজন সেবা প্রার্থীর সঙ্গে কথা বলেন। এ সময় তারা নাম জারির জন্য অফিস সহকারী নজরুল ইসলামের মাধ্যমে সহকারী ভূমি কর্মকর্তা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন ।

“পরে তারা প্রতিকার চেয়ে তাৎক্ষণিকভাবে মাগুরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। যার ভিত্তিতে সোমবার জেলা প্রশাসক ভুক্তভোগী ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে ভূমি সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ক ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন।”

পরে ভূমি কর্মকর্তা নিজ হাতে ভুক্তভোগীদের ঘুষের টাকা ফেরত দেন বলে জানান তিনি।

ঘুষ গ্রহলের দায়ে ওই কর্মকর্তা ও অফিস সহায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।