নেত্রকোণায় গৃহকর্মীর মামলায় শিক্ষিকা কারাগারে

নেত্রকোণায় রোকেয়া আক্তার মীম নামের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় এক শিক্ষিকাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2018, 02:28 PM
Updated : 8 June 2018, 02:28 PM

নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, শুক্রবার নেত্রকোণার বিচারিক আদালত এই শিক্ষিকাকে হাজির করলে তার পক্ষে জামিনের আবেদন করা হয়।

“আদালত আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।” 

গ্রেপ্তার ফারজানা আক্তার (৩০) জেলা শহরের নাগড়া এলাকার বাসিন্দা শিক্ষক রাসেল মামুনের স্ত্রী এবং সদর উপজেলার উত্তর বিশিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

মামলার বরাত দিয়ে ওসি জানান, শিশু আইন এবং  নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৃহকর্মী  মীম ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। 

মীম সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

ওসি জানান, বেশকিছু দিন ধরে গুহকর্মী মীমকে মারধর করে আসছিলেন গৃহকর্ত্রী ফারজানা। সর্বশেষ গত বুধবার রাতে আবার মীমকে প্রচণ্ড পিটুনি দেন তিনি। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

“সেখান থেকে পুলিশ গৃহকর্মীকে উদ্ধার এবং গৃহকর্ত্রী ফারজানাকে আটক করে থানায় নিয়ে আসে।”

ওসি জানান মীমের মাথা, চোখের পাশ, মুখ, পা ও পিঠে আঘাতের  চিহ্ন রয়েছে। উদ্ধারের পর তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।