কসবা সীমান্ত থেকে ১৭ রোহিঙ্গা আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত থেকে ১৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 02:08 PM
Updated : 7 June 2018, 02:15 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়নপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বিজিবি ৬০ ব্যাটেলিয়নের সালদানদী ক্যাম্পের নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান।

আটকদের মধ্যে পাঁচ জন পুরুষ, সাতজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

নায়েক সুবেদার হেলাল বলেন, দুপুরের দিকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তারা। নয়নপুর বাজার এলাকায় কথাবার্তা ও চালচলন দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

“কক্সবাজার পালংখালি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজন রয়েছে; তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন বলে আটকরা জানিয়েছেন।”

পরে তাদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

কসবা থানার ওসি মো. আবদুল মালেক বলেন, আটক রোহিঙ্গাদের থানায় আনা হয়েছে। মেডিকেল পরীক্ষা শেষে তাদের কক্সবাজার ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।