টাঙ্গাইলে তিন ট্রাকের সংঘর্ষের পর যানজট

টাঙ্গাইলের কালিহাতীতে তিন ট্রাকের সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কয়েক ঘণ্টা দীর্ঘ যানজটে ভুগতে হয়েছে যাত্রী ও চালকদের।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 04:11 AM
Updated : 7 June 2018, 04:11 AM

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু থানার ওসি মো. মোশাররফ হোসেন।

তিনি বলেন, ওই দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। কিন্তু তাতেই রাবনা বাইপাস থেকে সল্লা পর্যন্ত অনন্ত ১২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর সকাল ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান ওসি। 

বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মো. নূরে আলম সিদ্দিকী জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা লিচু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে বিস্কুট নিয়ে একটি ট্রাক এবং আরেকটি খালি ট্রাক যাচ্ছিল উত্তরবঙ্গের দিকে।

ভোর ৫টার দিকে চর ভাবলা এলাকায় তিন বাহনের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।