লক্ষ্মীপুরে ডুবেছে বিআইডব্লিউটিসির ভাসমান কারখানা

লক্ষ্মীপুরে বিআইডব্লিউটিসির প্রায় শত বছরের পুরনো একটি ভাসমান কারখানা ডুবে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 04:41 PM
Updated : 6 June 2018, 05:07 PM

বুধবার সকালে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় ওই এটি ডুবে যায় বলে ডকইয়ার্ড প্রকৌশলী আব্দুল মালেক জানান।

এ সময় ওই কারখানার সঙ্গে বাঁধা থাকা চারটি ট্রলার ও একটি স্পিড বোটও ডুবে যায় বলে জানান মালেক।

তবে সেখানে কর্মরত আটজন সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হয়েছেন।

রাতেও উদ্ধার কাজ শুরু হয়নি বলে জানান প্রকৌশলী মালেক।

মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে চলাচলকারী ফেরি ও লঞ্চ খারাপ হলে মেরামত করতে এই ভাসমান কারখানা নিয়ে আসে বিআইডব্লিউটিসি।

“এফএম কামারহাটি ঘাটি নামে এ কানখানাটি গত দশ বছর ঘাট সংলগ্ন তীরে রাখা ছিল। সাতজন স্টাফ এখানে কর্মরত ছিলেন।”

মালেক বলেন, “বুধবার সকালে ঘুম থেকে উঠে জাহাজ ডুবে যাচ্ছে বলে একজন স্টাফ চিৎকার দিলেন। কিছু বুঝে ওঠার আগেই হেলেদুলে পড়া শুরু করল সব আসবাবপত্রগুলো। এসময় টাকা পয়সা ও মালামাল রেখে অবস্থানরত সব স্টাফ যার যার মতো করে নদীতে লাফিয়ে পড়ে তাদের জীবন রক্ষা করেন।”

দশ মিনিটের মধ্যেই পুরো জাহাজটি নদীর পানিতে ডুবে যায়। একই সঙ্গে চারটি ট্রলার ও একটি স্পিড বোটও ডুবে যায় বলে জানান তিনি।

আব্দুল মালেক জানান, প্রায় ৮০ বছরের পুরনো কারাখানাটি জরাজীর্ণ ও মেয়াদ উত্তীর্ণ ছিল। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তবে কখন উদ্ধার কাজ শুরু হবে তা তিনি জানাতে পারেননি।