নেত্রকোণায় ক্রেন উল্টে পড়ে শিশুসহ নিহত ২

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর কাজ করার সময় ক্রেন উল্টে পড়ে এক শিশু ও এক শ্রমিক নিহত হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 04:05 PM
Updated : 5 June 2018, 04:05 PM

তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান।

নিহতরা হলেন পাইকুড়া গ্রামের হাবিব মিয়ার ছেলে তামিম মিয়া (৯) ও সেতুর কাজে নিয়োজিত শ্রমিক শেরপুরের নকলা উপজেলার আন্নাছ মিয়ার ছেলে রিফাত মিয়া (২০)।      

ওসি জিন্নাৎ আলী জানান, তেঁতুলিয়া ইউনিয়নের বড়পাইকুড়া এলাকায় বেতাই নদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই সেতুর কাজ চলছে।

“বিকালে শিশুটি নদীতে সাঁতার কাটছিল; আর শ্রমিক রিফাত সেতুতে কাজ করছিলেন। এ সময় ক্রেনটি কাত হয়ে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”

ওসি আরও জানান, শিশুটির মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। শ্রমিকের লাশ মোহনগঞ্জ উপজেলা কমপ্লেক্সে রাখা আছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেতুতে কাজের সময় শ্রমিকদের গাফিলতি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।