গোপালগঞ্জে পুলিশের গুলিতে আহত তোতার মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের গুলিতে আহত তোতা মণ্ডলের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2018, 11:22 AM
Updated : 5 June 2018, 11:49 AM

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৪৫ বছর বয়সী তোতা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চরবিকরা গ্রামের খবির উল্লাহর ছেলে।

রোববার রাতে কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতিচেষ্টার সময় তোতা পুলিশের রবার বুলেটে আহত হন বলে ওসি আজিজুর জানিয়েছিলেন।

তিনি বলেন, “ডাকাতদের পাথরে পুলিশ কনস্টেবল আজিজুল (২৩) আহত হলে রবার বুলেট ছোড়া হয়। তোতা পায়ে গুলি লেগে আহত হন। আর এলাকাবাসী মেরে আহত করেন হারান মণ্ডল ও আবির হাসানকে। আহত তিনজনকে আটক করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তোতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

আহত হারান (৩০) রাজবাড়ী জেলার শ্রীপুর গ্রামের কাশেম মণ্ডলের ছেলে। আবির (৩২) ঝিনাইদহ শহরের ৩ নম্বর পানির ট্যাংকপাড়ার রজব আলীর ছেলে।

আর আহত পুলিশ কনস্টেবল আজিজুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি আজিজুর রহমান।