কুড়িগ্রামে স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্ত্রী হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2018, 11:05 AM
Updated : 4 June 2018, 11:05 AM

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জজ আখতার-উল-আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মুকুল মিয়া (৩২) উপজেলার নীলুরখামার চুরুয়াটারী গ্রামের সোহরাওয়ার্দি মিয়ার ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে পিপি এসএম আব্রাহাম লিংকন জানান।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুকুলের বাবা ও দুইভাইসহ চার আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২০ জুন ভোরে স্ত্রী তানিয়া আক্তারের গলাকাটা লাশ পাওয়া যায় মুকুল মিয়ার ঘরে। এ ঘটনায় তানিয়ার বাবা আবুল কাশেম বাদী হয়ে মুকুল, তার বাবা ও দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় পুলিশ।