কুমিল্লায় মহাসড়কে জনতা-পুলিশ সংঘর্ষ, আহত ১০

অবৈধ যানবাহনে অভিযান চলাকালে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 02:12 PM
Updated : 2 June 2018, 02:12 PM

শনিবার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

এ সময় হাইওয়ে পুলিশের গাড়ি ভাংচুরও করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসিক, কনস্টেবল খায়ের, মহসিন, মাহবুব, এসআই দুলালসহ আট পুলিশ সদস্য, স্থানীয় আবুল খায়ের, দেলোয়ার, আবুল কালাম, রিপন ও লিটন।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত স্থানীয়রা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা ইনসপেক্টর মো. মনজুরুল হক জানান, সকালে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় অবৈধ যানবাহনে অভিযান চালাচ্ছিল। ওই সময় বশির নামে এক প্রতিবন্ধী চালকের ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে পুলিশ।

“পরে মানবিক কারণে তার অটোরিকশাটি ছেড়ে দিলে আটক অবৈধ অন্য গাড়ির চালকরা একত্রিত হয়ে পুলিশের উপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে।এরপরই পুলিশ-জনতা সংঘর্ষ শুরু হয়।”

ইনসপেক্টর মনজুরুল বলেন, “এ সময়  উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।