কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় গ্রেপ্তার ৯

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2018, 02:10 PM
Updated : 1 June 2018, 02:10 PM

শুক্রবার উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৫টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয়টি কেন্দ্র থেকে এ নয়জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন হাবিবা সুলতানা, ওয়ারিন্নাহার, মৌসুমী বেগম, আব্দুর রহিম রাসেল, আব্দুল্লাহ আল ফারুক, তার ভাই শিবলী নোমান, ফাতেমা বেগম, শাহানাজ খাতুন ও সঞ্জয় কুমার রায়।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় ৯জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রামে ২৪ হাজার ৯১৩ জন আবেদন করেন বলে জেলা প্রশাসন থেকে জানা গেছে।