আধিপত্য বিস্তারের বিরোধে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাগুরার মহম্মদপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2018, 04:28 AM
Updated : 1 June 2018, 04:58 AM

উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের ঘুল্লিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের সময় স্থানীয় কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাংচুর চালানো হয় বলে বলে মহম্মদপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান।

আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে পুলিশ জানায়।

ওসি তরিকুল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান ও স্থানীয় পিকুল হোসেনের নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষও হয়। 

“রাস্তা দখল নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিজানুরের অনুসারী ওমর আলীর সঙ্গে পিকুলের সমর্থক আজিজার লস্করের হাতাহাতি হয়। এ পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।”

ওসি বলেন, সংঘর্ষ চলাকালে ১০টি বাড়ি ও ঘুল্লিয়া বাজারে দুটি দোকানে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম জানান, মিজানুর বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পিকুল মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

সংঘর্ষের বিষয়ে জানতে মিজানুর ও পিকুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।