বিভিন্ন দাবিতে নীলফামারী ক্ষেতমজুর সমিতির সমাবেশ

বাজেটে ক্ষেতমজুরদের জন্য পর্যাপ্ত পৃথক বরাদ্দসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেছে নীলফামারী ক্ষেতমজুর সমিতি।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2018, 09:58 AM
Updated : 31 May 2018, 09:58 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালিবাড়ী মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকা ও ফেস্টুইন নিয়ে মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন সমিতির সদস্যরা।

সমিতির সভাপতি শ্রীদাম দাস, সিপিবির জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি উদাস রায় সমাবেশে ছিলেন।

তারা বলেন, ক্ষেতমজুর ও গ্রামীণ মজুর শ্রেণি সমাজে সবচেয়ে বেশি শোষিত ও বঞ্চিত। তাছাড়া তাদের সারা বছর কাজের ন্যায্য মজুরির নিশ্চয়তা নেই।

আগামী জাতীয় বাজেটে ক্ষেতমজুর ও গ্রামীণ মজুরদের জন্য পর্যাপ্ত বরাদ্দ, পল্লী রেশনিং চালু করে চাল, আটা, তেল, ডাল, লবণ, চিনি, ও কেরোসিন অল্প দামে বিক্রি, গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান তারা।

সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেন।