কুলাউড়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ডাকাতির মামলার এক আসামি নিহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2018, 04:46 AM
Updated : 31 May 2018, 04:46 AM

বৃহস্পতিবার ভোররাতে হাজিপুর ইউনিয়নের কুমরা কাপন গ্রামে এই ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে পুলিশ জানিয়েছে।

‘বন্দুকযুদ্ধে’ এক এসআই ও তিন কনস্টেবল আহত হওয়ার কথাও জানিয়েছেন কুলাউড়া থানার  ওসি শামীম মুছা।

নিহত কামরুল ইসলাম (৪৮) ‘ইসলাম ডাকাত’ নামে পরিচিত। তার বিরুদ্ধে কুলাউড়াসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির অভিযোগে ১০টি মামলা রয়েছে।

ওসি শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমরা কাপন গ্রামে নিয়মিত টহলের সময় একটি বাঁশঝাড় থেকে  পুলিশের গাড়িতে গুলি ছোড়া হয়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বাঁশ ঝাড় থেকে গুলিবর্ষণ বন্ধ হলে পুলিশ গিয়ে  কাউকে দেখতে  না পেয়ে চলে আসে।”

তবে ঘটনাস্থল থেকে একটি এল জি, ৫ রাউন্ড গুলি ও ৫টি রামদা উদ্ধার করে নিয়ে আসে বলে ওসি জানান।

তিনি বলেন, “সকালে গ্রামবাসী বাঁশঝাড়ের কাছে ইসলাম ডাকাতের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।”

‘বন্দুকযুদ্ধে’ আহত চার পুলিশ সদস্যকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। তারা হলেন এসআই ইয়াছিন মিয়া, কনস্টেবল কুদ্দুছ মিয়া, আলতাব ও খায়রুল।

কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলাম ডাকাত একেক এলাকায় একেক নামে পরিচিত। কোথাও  কামরুল ইসলাম কোথাও ইসলাম আলী কোথাও শুধু ইসলাম নামে পরিচিত।”

ইসলামের বাড়ি কমলগঞ্জ উপজেলার কুমরা কাপন এলাকায়। তবে তিনি কুলাউড়ার ভুকশিমইল এলাকার গৌরি করণে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।