রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের সদরে পৃথক অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2018, 08:19 AM
Updated : 30 May 2018, 08:29 AM

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন- গোদাগাড়ী উপজেলার জাহানবাদ গ্রামের জহির উদ্দিনের ছেলে খায়রুর ইসলাম, চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা, একই উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে জিয়াউল হক ওরফে আকবর আলী ও সিদ্দিক হোসেনের ছেলে নওশাদ আলী এবং গোটাপাড়া গ্রামের ফজর আলীর ছেলে সাকিল আহমেদ।

র‌্যাব বলছে, মঙ্গলবার রাতের এ অভিযানে কয়েকটি উগ্র মতবাদের বই উদ্ধার করা হয়েছে।

অধিনায়ক মাহবুবুর বলেন, গত ১৪মে গোদাগাড়ী ও চাঁপাইনবাগঞ্জ থেকে চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে জেএমবি সদস্যরা মঙ্গলবার রাতে গোদাগাড়ীতে গোপন বৈঠক করবে।

“এর প্রেক্ষিতে গোদাগাড়ীর ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে খায়রুলকে গ্রেপ্তার হয়। পরে খায়রুলের দেওয়া তথ্যে চাঁপাইনবাগঞ্জের হাকিমপুর গ্রাম থেকে সেলিম এবং বাকি তিনজনকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।”

তাদের কাছ থেকে সাতটি জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।