নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

শেরপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2018, 12:00 PM
Updated : 29 May 2018, 12:00 PM

মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ এম এ নূর আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবু বক্কর (৩২) শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের কৃষক শাহা আলীর ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার নথির বরাত ভারপ্রাপ্ত পিপি অরুণ কুমার সিংহ রায় জানান, নেশার টাকার জন্য প্রায়ই মা বানেছা খাতুনকে (৫৫) অত্যাচার করাসহ ভয়-ভীতি দেখাত আবু বক্কর। ২০১৬ সালের ৫ জুন দুপুরে নেশার টাকা দাবি করে না পেয়ে নিজের মোটরসাইকেল ভাঙতে থাকলে বানেছা তাতে বাঁধা দেন।

“এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় ওইদিনই আবু বক্করের ছোটভাই ওমর আলী বাদী হয়ে মামলা করলে পরদিন তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তদন্ত শেষে একই বছরের ২৯ জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।