চেম্বার খুলে রোগী দেখছে হাসপাতালের পিয়ন

ফেনীর সোনাগাজীতে এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, যিনি একটি হাসপাতালেরে অফিস সহায়ক।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2018, 10:31 AM
Updated : 29 May 2018, 10:31 AM

দণ্ডিত নজরুল ইসলাম (৩৫) ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারাব গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মঙ্গলবার সোনাগাজীর নূপুর ফার্মেসিতে রোগী দেখার সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান জানান।

তিনি বলেন, ফেনী আল আহাদ চক্ষু হাসপাতালের ভুয়া চিকিৎসক জাকারিয়া ভূঞা প্রতি মঙ্গলবার নূপুর ফার্মেসিতে রোগী দেখতেন। সম্প্রতি জাকারিয়াকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

“তিনি কারাগারে থাকা অবস্থায় তার সহযোগী ওই হাসপাতালের অফিস সহায়ক নজরুল প্রতি মঙ্গলবার নূপুর ফার্মেসিতে রোগী দেখতে আসেন। চেম্বারে রোগীরা দেখার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।”

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করলে আদালতের কাছে দোষ স্বীকার করেন তিনি। পরে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় বলে জানান ইউএনও।

এ সময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।