ট্যাংক লরি উল্টে পিকআপ-লেগুনার ওপর, নিহত ৩

ফেনীতে এলপিজি ট্যাংক লরি উল্টে পিকআপ ভ্যান ও লেগুনার ওপর পড়ে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2018, 09:52 AM
Updated : 29 May 2018, 09:52 AM

মঙ্গলবার দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর রাকিব (৩৫) বলে জানা গেলেও বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া জানান, বিএম কোম্পানির এলপিজি গ্যাসবাহী ট্যাংক লরি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

“লালপোল সিলোনিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রোড ডিভাইডার ভেঙে ঢাকামুখী সড়কে একটি মিনি পিকআপ ভ্যান ও লেগুনার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও তার সহকারী নিহত হয়।”

গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

ওসি আউয়াল বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত যান তিনটি আটক করেছে।