নওগাঁয় মারপিটে অসুস্থ শিক্ষকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ‘সুদের টাকার জন্য মারপিটে’ অসুস্থ হওয়ার চারদিন পর এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 12:25 PM
Updated : 28 May 2018, 12:30 PM

উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে গত বৃহস্পতিবার এ মারধরের ঘটনা ঘটে বলে মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান।

মৃত লুৎফর রহমান (৪০) সান্তাহার হারভে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ভালাইন গ্রামের খাতির উদ্দিনের ছেলে।

ওসি মিজানুর রহমান জানান, ভালাইন গ্রামের মো. আবেদিনের ছেলে শান্ত মৃধার কাছ থেকে সুদে তিন হাজার টাকা ধার নেন শিক্ষক লুৎফর রহমান। পরে তিনি ওই তিন হাজার টাকা পরিশোধ করলেও সুদ দেওয়া হয়নি।

ওসি বলেন, সুদের টাকার জন্য গত বৃহস্পতিবার লুৎফর রহমানকে টাকা পরিশোধের  জন্য চাপ দেন পাওনাদার শান্ত।

“টাকা দিতে ব্যর্থ হলে শান্ত ও তার চাচা আবু হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় ভালাইনের কাসাকুড়ি বাজারে লুৎফর রহমানকে বাঁশ দিকে মারপিট করেন এবং তিনি আহত হন।”

ওসি বলেন, লুৎফর রহমানকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নওগাঁ শহরের বাসায় ফিরে আসেন।

“সোমবার সকালে লুৎফর রহমান ফের অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ইউপি সদস্য আবুল কালামও মারপিটের বিষয়টি নিশ্চিত করেন।