কুড়িগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ভেজালের দায়ে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ভেজাল দেওয়ার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 11:26 AM
Updated : 28 May 2018, 11:26 AM

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সোমবার বেলা ১২টার দিকে পরিদর্শনকালে তাদের এই জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে – উপজেলা শহরের সারদা ট্রেডার্স, চম্পা স্টোর, ভাই ভাই হোটেল ও প্রিয়াঙ্কা সুইটস।

মোস্তাফিজুর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় সারদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, চম্পা স্টোরকে মেয়াদকাল, উৎপাদনের তারিখ ও খুচরা মূল্য না থাকায় ৫ হাজার, ওজনে কম দেওয়ায় ভাই ভাই হোটেল ও প্রিয়াঙ্কা সুইটসকে ১ হাজার টাকা করে এই জরিমানা করা হয়।

জেলা মার্কেটিং কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি কর্মকর্তা জহুরুল ইসলাম ও পুলিশের একটি দল এ সময় উপস্থিত ছিল বলে তিনি জানান।