কৃষকের বাগানের পেঁপে গাছ কর্তন

ফরিদপুরের মধুখালী উপজেলায় এক গরিব কৃষকের পেঁপে বাগানের সব গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 03:36 PM
Updated : 27 May 2018, 03:38 PM

শনিবার রাতে নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে রবিউল শেখের পেঁপে বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রবিউল দুজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন বলে মধুখালী থানার এএসআই মিল্টন বালা জানান।

কৃষক রবিউল শেখ সাংবাদিকদের বলেন, ঋণ করে বাড়ির পাশে ৬৫ শতাংশ জমিতে পেঁপে গাছ লাগান তিনি। ইতিমধ্যে গাছে ফল এসেছিল।

“পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী আলামপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যা আমার পেঁপে বাগানের ৫৪ গাছ কেটে ফেলেছে।”

ওই ক্ষেতে সাথি ফসল হিসেবে মরিচ গাছের চারা লাগানো হয়েছিল। মরিচের চারারও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় জাফর মোল্যা ও জাকির মোল্যার বিরুদ্ধে থানায় অভিযোগে দিয়েছেন বলেও তিনি জানান।

এএসআই মিল্টন বালা বলেন, “পেঁপে গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”

এ ব্যাপারে জাফর মোল্যা ও জাকির মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।