মাদক বিরোধী অভিযানে তিন জেলায় গ্রেপ্তার ১১১

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহ, কুড়িগ্রাম ও জয়পুরহাটে ১১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 01:10 PM
Updated : 27 May 2018, 01:12 PM

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযানের সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।

শনিবার রাতের অভিযানে সদর উপজেলা থেকে ২৪ জন, শৈলকূপা থেকে সাত জন, হরিণাকুণ্ডু থেকে চারজন, কালীগঞ্জ থেকে সাত জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

জেলায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে পাঁচজন মাদক মামলার আসামি বলে কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান।

এসময় পাঁচ কেজি ২০০ গ্রাম গাজা, ৩০টি ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলার বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান।

অভিযানে জেলা সদরে ১৬, পাঁচবিবিতে সাত, কালাইয়ে পাঁচ, ক্ষেতলালে পাঁচ ও আক্কেলপুর উপজেলায় তিন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করা হয় বলে তিনি জানান।