ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪০ কেজি আম ধ্বংস, আড়ৎকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি আড়তে অভিযান চালিয়ে কেমিকেল দিয়ে পাকানো ৪৪০ কেজি আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 10:42 AM
Updated : 27 May 2018, 10:42 AM

রোববার দুপুরে পৌর শহরের জগৎ বাজারের মেসার্স সুরমা ফলের আড়তে এ অভিযানের সময় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসেনর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসলাম হোসাইন।

অভিযান শেষে তিনি বলেন, কেমিকেল মিশিয়ে আম পাকানোর দায়ে আড়তের মালিক মো. জাকির মিয়াকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার জরিমানা করা হয়। তাছাড়া এ সময় ৪৪০ কেজি আম ট্রাকের নিচে ফেলে ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আরফাদ, স্যানিটারি অফিসার মো. সফিউর রহমান ভূইয়া প্রমুখ।