মারধরের বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের কর্মবিরতি

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক অফিস সহায়ককে মারধরের বিচার দাবিতে কর্মবিরতি পালন করছে কার্যালয়ের কর্মচারীরা।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 08:27 AM
Updated : 27 May 2018, 08:27 AM

দাবির সমর্থনে রোববার সকালে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করে তারা।

কর্মচারীদের কর্মবিরতিতে জেলা প্রশাসক কার্যালয়ের সব সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে।

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না ততক্ষণ পর্যন্ত কাজে ফিরবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্মচারীরা।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কার্যালয়ের অফিস সহকারী আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন আইনজীবী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত সহকারীর কক্ষে প্রবেশ করে অফিস সহায়ক আব্দুস সালামকে নাম-পদবি জিজ্ঞাসা করে।

“এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কার্যালয়ের আমাকে ও অফিস সহায়ক আব্দুস সালামকে মারধর করে তারা।”

এ ঘটনায় তিনি বাদী হয়ে সাতজনের নামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

তবে অভিযোগ অসত্য দাবি করে আইনজীবী রবিউল ইসলাম বলেন, “তারাই অযাচিত হয়ে আমাদের লাঞ্ছিত করেছে।”

এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্দোলনরত কর্মচারীদের কাজে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।