মানিকগঞ্জে ‘বাড়ি থেকে তুলে নিয়ে মুখে বিষ ঢেলে হত্যা’

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর বিষ মুখে ঢেলে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 07:40 AM
Updated : 27 May 2018, 08:01 AM

নিহত আয়েশা বেগম (৩৬) উপজেলার বুতুনী গ্রামের সৌদিপ্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

শনিবার রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বুতুনী গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবালয় থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান।

নিহতের ছেলে মবিন বলেন, শনিবার রাত ১টার দিকে পাশের বিল-বাড়ইল গ্রামের মনোয়ার উদ্দিনের ছেলে আজাদ হোসেন তার মাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যান। এ সময় মায়ের চিৎকার শুনে এগিয়ে গেলে আজাদ দরজা বাইরে থেকে আটকে দেন।

“পরে রাত তিনটার দিকে বাড়ির অদূরে খালের পাশে একটি পরিত্যক্ত স্থানে মাকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা আমাদের খবর দেন। পরে গুরুতর অবস্থায় মাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে রোববার সকালে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে বলে জানান মবিন।

তার অভিযোগ, আজাদ তার মাকে নির্যাতন করার পর বিষ মুখে ঢেলে পালিয়ে যায়; বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে আজাদের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ওসি হাবিবুল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।