শার্শায় সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছে আরও দুইজন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2018, 06:09 AM
Updated : 27 May 2018, 12:20 PM

রোববার সকালে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের এ ঘটনা ঘটে বলে বেনাপোল সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তৌহিদুর রহমান জানান।

মৃত দুজন হলেন উপজেলার সম্বন্ধকাটি গ্রামের কুতুব উদ্দিনের ছেলে ইমন (২২) এবং একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপ্লব হোসেন (৩২)।

অসুস্থ দুজন হলেন রফিকুল ইসলাম ও অলিয়ার রহমান। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তৌহিদুর বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে বুরুজবাগান গ্রামের মোহর আলির বাড়ির সেপটিক ট্যাংক থেকে চার শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। দুপুরে মৃত্যু হয় বিপ্লবের।

তৌহিদুর বলেন, “ওই ট্যাংকে হয়ত গ্যাস জাতীয় কিছু জমে ছিল। সেখানে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।”

হাসপাতালের মেডিকেল অফিসার এএসএম মইনূদ্দিন রানা বলেন, হাসপাতালে আনার পথেই ইমন মারা যান। পরে বিপ্লবের মৃত্যু হয়।

অসুস্থ রফিকুল ও অলিয়ারের অবস্থাও আশঙ্কাজনক বলে এ চিকিৎসক জানান।