ফরিদপুরের হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রোগী

‘আবহাওয়া পরিবর্তনের কারণে’ ফরিদপুর সদর হাসপাতালে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 08:23 AM
Updated : 26 May 2018, 08:25 AM

হাসপাতালের নার্স নূরুন নাহার বেগম জানান, শনিবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৩ জন। এছাড়া সিট না পেয়ে অন্যত্র চলে গেছেন আরও অনেক রোগী। গত ১২ ঘণ্টায় আউট ডোরে চিকিৎসা নিয়েছে আরও শতাধিক রোগী।

সরেজমিনে দেখা গেছে, ওই হাসপাতালের মেঝে ও বারান্দায় রোগীদের রাখা হয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ কুমার আগওরাল বলেন, ডায়রিয়া রোগীদের জন্য এখানে সিট রয়েছে ১৮টি, যা প্রয়োজনের তুলনা কম।

“গত দুই দিনে জেলা ও জেলার বাইরে থেকে ডায়রিয়া আক্রান্ত প্রচুর রোগী এসেছে। আমরা সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টার করছি। তবে হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে।”

হাসপাতালটির কনসালট্যান্ট সৈয়দ ওবায়দুর রহমান হঠাৎ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ার কারণ সম্পর্কে বলেন, “আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে শংকার কিছু নেই।

“যেকোনো খাবার বিশেষ করে পানিসহ বিভিন্ন খাদ্যপণ্যের বিষয়ে বেশি করে সচেতন থাকতে হবে। তবেই ডায়রিয়া থেকে মুক্ত থাকা যাবে।”