চিকিৎসার নামে ‘ধর্ষণ’, কথিত কবিরাজ আটক

কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্রের ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে সিরাজগঞ্জে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 02:51 PM
Updated : 25 May 2018, 02:51 PM

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন সদর উপজেলার মুক্তারগাঁতি গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) এবং পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা দীর্ঘদিন ধরে মহিলাদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিলেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।