তরুণী গৃহশিক্ষিকার মৃত্যু, মায়ের অভিযোগ হত্যা

গোপালগঞ্জে এক তরুণী গৃহশিক্ষিকাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে তার মা অভিযোগ করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2018, 07:52 AM
Updated : 25 May 2018, 08:23 AM

নিহত খাদিজা (২৩) জেলার টুঙ্গিপাড়া উপজেলার পূর্ব গিমাডাঙ্গা গ্রামের হোসেন সিকদারের মেয়ে।

টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবীর বলেন, টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী খাদিজা প্রতিবেশী শেখ নাসির ওরফে ঝন্টুর ছেলেমেয়েকে প্রাইভেট পড়াতেন।

“নাসিরের স্ত্রী মিতুর অভিযোগ, তার ননদজামাই মিন্টুর সঙ্গে খাদিজা ফোনে কথা বলেন। তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে বুধবার বিকেলে মিতু ও খাদিজার ঝগড়া হয়। পরে আবার মিটমাটও হয়। বাড়িতে ডেকে নিয়ে খাদিজাকে ইফতার করান মিতু। এর কিছুক্ষণ পর খাদিজা অসুস্থ হন। অপবাদ দেওয়ায় খাদিজা বিষ খান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চার ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বলে তিনি জানান।

তবে খাদিজার মা মাবিয়া বেগমের অভিযোগ, “মিতু ইফতারের মধ্যে বিষ দিয়ে আমার মেয়েকে হত্যা করেছে।”

ঘটনার পর নাসির ও মিতুসহ বাড়ির সবাই ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছেন বলে তিনি জানান।

নাসির মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্ত্রী ও বোনের সঙ্গে খাদিজার ঝগড়া হয়েছিল ঠিকই, তাকে কেউ বিষয় খাওয়ায়নি। সে নিজেই বিষ খেয়েছে। খাদিজা অনেক ভাল মেয়ে ছিল। অপবাদ দেওয়ায় সে নিজেই বিষ খেয়েছে।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জানিয়ে ওসি এনামুল বলেন, “অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। খাদিজা যেহেতু মিতুর ঘরে ইফতার করেছেন, বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”