সাতক্ষীরায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সাতক্ষীরায় ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 03:46 PM
Updated : 24 May 2018, 03:46 PM

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুকুমার মৃধা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলি গ্রামের কমল মৃধার ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিশেষ পিপি জহুরুল হায়দার বাবু জানান।

মামলার বিবরণে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে ২০০৩ সালের ১৯ মে সুকুমার একই গ্রামের মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরদিন ঈশ্বরীপুরের একটি মন্দিরে নিয়ে তাকে ভুয়া বিয়ে করে। এর মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের বিষয়টি অস্বীকার করে সুকুমার।

পরে ২০০৩ সালের ২০ জুন মেয়েটি বাদী হয়ে সুকুমার, তার বাবা কমল মৃধা ও মা করুনা মৃধাকে আসামি করে আদালতে মামলা করেন। পরে মামলা থেকে কমল মৃধা ও করুনা মৃধার নাম বাদ দেওয়া হয়।