জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত

জামালপুরের ইসলামপুরে পল্লী বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও সাতজন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 12:33 PM
Updated : 24 May 2018, 12:33 PM

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার দরিয়াবাদ এলাকায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগের খুঁটি লাগানোর সময় এ ঘটনা ঘটে বলে ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ভজন কুমার বর্মণ জানান।

নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদে গ্রামের তাহের (৩০) ও ওবায়দুর (২৮) এবং জামালপুর সদরের হাসান (৩২)।

আহতদের মধ্য পাঁচজনকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকৌশলী ভজন কুমার বর্মণ বলেন, দরিয়াবাদ এলাকায় পল্লী বিদ্যুতের সচল লাইনের পাশে নতুন সংযোগের খুঁটি লাগানোর কাজ চলছিল। নতুন খুঁটি সচল লাইনের উপর পড়লে তার ছিঁড়ে নিচে পানিতে পড়ে যায়।

“এ সময় বিদ্যুতায়িত হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ১০ শ্রমিক আহত হয়। তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।”

বায়েজিদ নামে জামালপুরের এক ঠিকাদার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে নতুন সংযোগের কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।