ফরিদপুরে মেছোবাঘ আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুকুর থেকে মাছ খাওয়ার অভিযোগে একটি মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2018, 11:36 AM
Updated : 24 May 2018, 11:37 AM

উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব জানান, মিটাইন পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার বাড়ির পাশের পুকুর থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। এছড়া এ সময় আরও দুটি মেছোবাঘ পালিয়ে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তারা মিটাইন গ্রামে গিয়ে আহত মেছোবাঘটিকে চিকিৎসা দিয়েছেন। চিকিৎসার পর এখন সুস্থ রয়েছে।

তবে মেছোবাঘটি কিভাবে আহত হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

উপজেলা বন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে এসেছেন।

মহিউদ্দিন বলেন, মেছোবাঘটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) জিম্মায় রাখা হয়েছে।

ইউএনও মোস্তফা মনোয়ার বলেন, বন বিভাগের কর্মকর্তারা রাতে লোকালয় থেকে দূরে কোথাও তাকে ছেড়ে দেবেন।

এর আগে মঙ্গলবার ভোরে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট দক্ষিণপাড়ায় এলাকাবাসী একটি মেছোবাঘ পিটিয়ে হত্যা করে। দুটি মেছোবাঘ পালিয়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে বলে ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রব জানিয়েছেন।

তবে বন কর্মকর্তা দেলোয়ার বলেন, মেছোবাঘ মানুষের তেমন কোনো ক্ষতি করে না। এরা সাধারণত মাছ-মুরগি খায়।

এ নিয়ে এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনা কারণ নেই।