কক্সবাজারে ইয়াবাসহ সুটিং ইউনিটের ২ জন আটক

কক্সবাজারে লক্ষাধিক ইয়াবাসহ এক সুটিং দলের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 02:49 PM
Updated : 23 May 2018, 03:16 PM

বুধবার বিকালে শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান।

গ্রেপ্তাররা হলেন আসলাম সরকার (৪০) ও মাইক্রোবাস চালক মাসুদ রানা (৩২)।

এর মধ্যে আসলাম রাজশাহী ভিত্তিক ‘সরকার প্রোডাকশন হাউজের’ প্রধান। তার বিরুদ্ধে রাজশাহী ভিত্তিক একটি মাদক সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক ব্যবসার অভিযোগে রাজশাহীর বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে।

মিউজিক ভিডিও ধারণ করার আড়ালে স্যুটিং দলটির সদস্যরা মাদকের চালান নিতে কক্সবাজার এসেছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা রুহুল আমিন বলেন, রাজশাহী ভিত্তিক মাদক চক্রের এক হোতা কক্সবাজার অবস্থান করছে এমন খবরে র‌্যাবের একটি দল কলাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় মিউজিক ভিডিও সুটিংয়ের সময় এক লাখ আট হাজার ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়।

“পরে আটজনকে ছেড়ে দিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।”