গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক পরিবারের ৩ জন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকের ধাক্কায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 12:10 PM
Updated : 23 May 2018, 12:10 PM

বুধবার দুপুরে উপজেলার মাঝিগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান।

নিহতরা হলেন উপজেলার মাঝিগাতী গ্রামের হাফিজুর রহমান মোল্লার স্ত্রী জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে মাদারীপুরের চর মুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একামণি (২০) ও একার মেয়ে মাইসা (৩)।

সেলিনার ভাগ্নে মো. নাদিম হাসান বলেন, দুপুরে সেলিনা বেগম মেয়ে, ছেলে ও নাতনিকে নিয়ে অটোরিকশায় করে পারুলিয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিন্নবিচ্ছিন হয়ে রাস্তার খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই খালা ও মাইসা নিহত হয়। মারাত্মক আহত একামণি, তার ভাই বিশাল ও অটো চালক কামরুলকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

সেখানে একামণির মৃত্যু হয় বলে জানান নাদিম।

ওসি আজিজুর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।