লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে আটক ২০

লক্ষ্মীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 09:07 AM
Updated : 23 May 2018, 09:08 AM

জেলা গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর, রামগতি ও রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- জেলা যুবলীগের সদস্য শেখ হারুন, আনোয়ার হোসেন আব্বাস, মরিয়ম, ইছমাইল হোসেন, দিদার হোসেন, হাসান ও দেলোয়ার হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, হারুন লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বঞ্চালে ইয়াবার ‘গডফাদার’ হিসেবে পরিচিত।ওই অঞ্চলে ইয়াবা ব্যাবসা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে আসছিল সে।

এ অভিযানে হারুনের কাছ থেকে ১০০টি, আব্বাসের কাছে ১২০টি ও দেলোয়ারের কাছে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।  

জেলার পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জন ‘চিহ্নিত মাদক বিক্রেতাকে’ আটক করা হয়েছে। বাকিদেরও আটক করে আইনের আওতায় আনা হবে।