নেত্রকোণায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

পূর্ব বিরোধের জেরে চার বছর আগে নেত্রকোণায় রুবেল মিয়া নামে ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 08:41 AM
Updated : 23 May 2018, 08:41 AM

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কেন্দুয়া উপজেলার উলুয়াটি গ্রামের স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া (২৮), রাজধর মিয়া (৩৫) ও জুয়েল (২৭)।রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অনাদায়ে তাদের আরও এক মাস করে কারাভোগ করতে হবে।

মামলার বিবরণে বলা হয়, উলুয়াটি গ্রামের হাসেম উদ্দিনের ছেলে রুবেলের সঙ্গে স্বপনের মিয়ার বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ৬ অগাস্ট বিকালে কাজের কথা বলে রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান স্বপন। এরপর থেকে রুবেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন বিকালে বাড়ির পাশ থেকে রুবেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনদিন পর স্বপন মিয়াকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা করেন রুবেলের বাবা।

তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি স্বপনসহ আরও তিনজনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।