দীঘিনালায় ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 11:48 AM
Updated : 22 May 2018, 11:49 AM

সোমবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি রাখাল মহাজন পাড়ার এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার ইউপিডিএফ এক বিবৃতিতে জানিয়েছে।

নিহত উজ্জ্বল কান্তি চাকমা ওরফে মার্শাল (৫৫) ইউপিডিএফের সাবেক সদস্য বলে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

ঘটনার জন্য জেএসএসকে (এমএন লারমা) দায়ী করে ইউপিডিএফের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাত ৯টার দিকে মার্শালকে গুলছড়ি রাখাল মহাজন পাড়ার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ বিষয়ে দীঘিনালা থানার ওসি শামসুউদ্দীন ভুইয়া বলেন, হত্যার ঘটনাটি তিনি শুনলেও এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি।

দুই দশক আগের শান্তিচুক্তি পাহাড়ে রক্তক্ষয় অবসান ঘটনালেও পাহাড়ি সংগঠনগুলোর নিজেদের কোন্দলে গত পাঁচ মাসে এ নিয়ে প্রাণ হারাল ১৯ জন।