শেরপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

শেরপুরের নকলায় যুবককে পিটিয়ে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 11:00 AM
Updated : 22 May 2018, 11:00 AM

মঙ্গলবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল মিয়া (৩৫) নকলা উপজেলার কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামের মৃত হলকু মিয়ার ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় সুফিয়া খাতুন ও করিমন নেছার নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে আদালতের অতিরক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, গাছ নিয়ে প্রতিবেশী কফিলউদ্দিনের সঙ্গে বিরোধ ছিল সাইফুল মিয়াদের। সেই বিরোধের জেরে ২০১৩ সালের ৫ জানুয়ারি সাইফুল মিয়ারা ওই গাছ কাটতে গেলে কফিল উদ্দিন পক্ষ বাধা দেয়।

“এক পর্য়ায়ে আসামি সাইফুল তার হাতে থাকা শাবল দিয়ে কফিল উদ্দিনের ছেলে মহিদুলের মাথায় আঘাত করে এবং অন্যান্য আসামিরাও মারধর করতে থাকে। পরে মহিদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর তার মৃত্যু হয়।”

এ ঘটনায় নিহতের বাবা কফিলউদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। একই বছরের ৩০ এপ্রিল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।