কিশোরগঞ্জে দর্জি ধর্মঘট, ঈদ সামনে রেখে জিম্মি করার অভিযোগ

মজুরি বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জ লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়ন ধর্মঘটে নেমেছে। মালিকপক্ষ একে ঈদ সামনে রেখে জিম্মি করার চেষ্টা বলে অভিযোগ তুলেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 07:15 AM
Updated : 22 May 2018, 07:26 AM

মঙ্গলবার জেলা শহরে নারীদের পোশাক তৈরির কারখানা ঘুরে দেখা গেছে, ঈদ সামনে রেখে অনেকেই পোশাক বানাতে এসে ফিরে যাচ্ছেন।

জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী বলেন, “তাদের ইউনিয়নের কিছু শ্রমিক যারা শুধু নারীদের পোশাক বানান, তারা সোমবার থেকে এই ধর্মঘট শুরু করেছেন।”

এই শ্রমিকরা পোশাকভিত্তিক মজুরি পান। ব্লাউজ, পেটিকোট, সালোয়ার-কামিজ—একেক ধরনের পোশাক তৈরির জন্য একেক কারখানায় একেক রকম মজুরি দেওয়া হয়।

আক্কাছ বলেন, “তারা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকরা এতে কান দেননি। দাবি পূরণ না হলে শ্রমিকরা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।”

অর্ধশতাধিক কারখানায় এই ধর্মঘট চলছে বলে তিনি জানান।

তবে টেইলার্স মালিক সমিতি এই ধর্মঘটকে অযৌক্তি দাবি করেছে।

সমিতির সভাপতি কানু দেব বলেন, “ঈদ সামনে রেখে তারা আকস্মিকভাবে ধর্মঘট ডেকে মালিকপক্ষকে জিম্মি করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমান মজুরিতে চলতি বছরের শেষ পর্যন্ত কাজ করার সমঝোতা থাকা সত্ত্বেও তারা ধর্মঘটে যেতে পারে না।”