নীলফামারীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

নীলফামারীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শ্বশুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 12:07 PM
Updated : 21 May 2018, 12:07 PM

সদর থানার পরিদর্শক বাবুল আকতার জানান, চাপরাসরমজানি ইউনিয়নের লতিফচাপড়া ঘুঘুটারি গ্রামের আতোয়ার রহমানের বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

নিহত বেবি আক্তার (২৫) আতোয়ার রহমানের স্ত্রী।

বেবির বাবা বেলাল ওসমান বলেন, “শনিবার ইফতারের পর বেবি মুঠোফোনে তার মা ও আমার নঙ্গে কথা বলেছে। আমাদের খোঁজখবর নিয়েছে। এরপর রাত ৯টার দিকে জামাই আতোয়ার মোবাইল ফোনে জানায় বেবি আত্মহত্যা করেছে।

“রাতেই তাদের বাড়ি গিয়ে দেখি লাশ বিছানায় পড়ে আছে। আর আতোয়ারসহ তার পরিবারের কেউ বাড়ি নেই। এ কারণে আমার সন্দেহ হয় বেবি আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।”

তিনি আতোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে রোববার রাতে সদর থানায় হত্যা মামরা দায়ের করেন বলে জানান।

পরিদর্শক আকতার বলেন, মামলার পর থেকে আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আর লাশের ময়নাতদন্ত হয়েছে।