অর্থ আত্মসাতের মামলায় পৌরসভার সাবেক কর্মচারীর সাজা

অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক এক কর্মচারীকে নয় বছরের কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। 

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 09:26 AM
Updated : 21 May 2018, 09:27 AM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডিত আব্দুল হাই (৫৫) শরীয়তপুর পৌরসভার হিসাব রক্ষক ছিলেন।রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার এজাহার বলা হয়, ১৯৯৮-৯৯ অর্থ বছরে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের আয়কর ও ভ্যাটের ছয় লাখ ৬৮ হাজার ১১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আব্দুল হাই আত্মসাৎ করেন ।

২০০২ সালের ২৫ সেপ্টেম্বর জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোফাজ্জেল হোসেন হাওলাদার শরীয়তপুরের পালং থানায় অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন।