মাদক বিরোধী অভিযানে ঝিনাইদহে গ্রেপ্তার ৫১

ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2018, 06:09 AM
Updated : 21 May 2018, 06:11 AM

জেলার বিভিন্ন উপজেলায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান।

তিনি বলেন, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চালানো হচ্ছে। রোববার রাতের অভিযানে কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১৮ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে নয় জন, হরিণাকুণ্ডু থেকে তিন জনকে আটক করা হয়।

অভিযানে মাদক উদ্ধারের কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।

দেশ থেকে মাদক নির্মূলের প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে বলেন, জঙ্গি দমনের মত মাদক ব্যবসায়ী দমনে বিশেষ অভিযান শুরু হয়েছে। আর এই দায়িত্ব মূলত দেওয়া হয়েছে র‌্যাবকে।

ওই নির্দেশের পরদিন র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, তারা মাঠে নেমেছেন। মাদকের বিরদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

তবে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, রেল পুলিশ, থানা পুলিশ এবং বিজিবিকেও মাঠে দেখা যাচ্ছে।