মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় বালুববোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 07:13 AM
Updated : 18 May 2018, 07:13 AM

শুক্রবার বেলা ১১টায় মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় বাল্কহেডটি ডুবে যায় বলে চাঁদপুরের নৌ-পুলিশ সুপার সুব্রত হাওলাদার জানান।

তবে এ ঘটনায় কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। 

সুব্রত বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে ‘এমভি গ্রীনলাইন’ নামের লঞ্চটি বরিশালে যাচ্ছিল।

“পথে এখলাছপুর এলাকায় মেঘনা নদী অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগলে বাল্কহেডটি ডুবে যায়।”

এ সময় বাল্কহেডে থাকা সবাই সাঁতরে নদীর তীরে উঠতে পারায় প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি। তবে লঞ্চটি ডুবে না গেলেও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এ নৌ-পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, লঞ্চটি এখলাছপুরে মেঘনা নদী তীরে একটি চরে অবস্থান করছে। ঢাকা থেকে উদ্ধারকারী লঞ্চ এলে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পাঠানো হবে।