উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে ছুরিকাঘাত, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 12:53 PM
Updated : 17 May 2018, 12:53 PM

বৃহস্পতিবার মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান।

গ্রেপ্তার মো. হামজা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম হৃদয়কে ছুরিকাঘাতের অভিযোগে বুধবার রাতে তাকে আটক করে পুলিশ।

সাইফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে হামজাসহ কয়েকজন সাইফুলের বান্ধবীকে উত্ত্যক্ত করে। এ সময় তিনি প্রতিবাদ করলে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে তাকে একা পেয়ে হামজাসহ কয়েকজন ছুরিকাঘাত করে।

পরে আশপাশের লোকজন হামজাকে আটক করে পুলিশে দেয়। এ সময় তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে যায়।

পরিদর্শক মাহবুব আলম বলেন, সাইফুল বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় হামজাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসানুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।