টনিক ও ইউপের চুক্তি

ইউপে সেবা ব্যবহারের উপর ভিত্তি করে টনিকের গ্রাহকদের বিভিন্ন পার্টনার সুবিধা দিতে টেলিনর হেলথ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) একটি চুক্তি করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 05:45 PM
Updated : 16 May 2018, 05:45 PM

ইউসিবি কার্যালয়ে বুধবার এই চুক্তি স্বাক্ষর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোজার মাসে ইউপেতে সর্বনিম্ন পাঁচশ টাকা লেনদেন করলেই টনিক ব্যবহারকারীরা এই অফার পাবেন। এর মাধ্যমে তারা বিনামূল্যে ছয় মাসের টনিকের সেবা গ্রহণের সুযোগ পাবেন এবং লাইফস্টাইল ও ওয়েলনেস পার্টনারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নানা সুবিধা নিতে পারবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টেলিনর হেলথের প্রধান নির্বাহী সাজিদ রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ ই এ মুহাইমেন।