বিনা ভাড়ার ৭৫০ ট্রেনযাত্রীকে জরিমানা

বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করায় জয়দেবপুরে সাড়ে সাতশ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ পৌনে দুই লাখ টাকা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 04:01 PM
Updated : 16 May 2018, 04:01 PM

জয়দেবপুর রেলওয়ে জংশনে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ট্রেনে ‘বিশেষ ব্লক চেকিং’ অভিযান পরিচালনা করা হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান।

শাহজাহান জানান, জয়দেবপুর রেলওয়ে জংশনে সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গগামী এবং ময়মনসিংহগামী সকল ট্রেনে অভিযান চালানো হয়।

রেলওয়ে বানিজ্যিক ব্যবস্থাপক (চট্টগ্রাম) সর্দার শাহাদত আলীর নেতৃত্বে অভিযানে ছিলেন রেলওয়ের সহকারী ট্রাফিক সুপার প্রনবেশ সরকার ও ট্রাফিক পরিদর্শক মো. হুমায়ুন আহমেদ।

শাহজাহান বলেন, বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণ করার দায়ে ৭৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ এক লাখ ৭৫ হাজার ৩২৫ টাকা আদায় করা হয়েছে।