বেনাপোল ২৩টি স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকায় ২৩টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 03:20 PM
Updated : 16 May 2018, 03:20 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম বলেন, বুধবার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয় ।

তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে সোনা পাচারের গোপন সংবাদ পেয়ে পুটখালি বিওপির টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে একটি পোটলা ফেলে পালিয়ে যায়।

“পরে তার ভেতরে ২৩টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন দুই কেজি ৬৮০ গ্রাম।”

উদ্ধার করা স্বর্ণের বার বেনাপোল শুল্কভবনে জমা করা হয়েছে বলে জানান পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক।