সড়কের পাশে পথচারীকে বাস চাপা, বিশ্ববিদ্যালয় কর্মচারী নিহত

গোপালগঞ্জে বাস চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী এক বিশ্ববিদ্যালয় কর্মচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 11:10 AM
Updated : 16 May 2018, 11:10 AM

মঙ্গলবার ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম।

নিহত অংশু বিশ্বাস (৩০) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিছন্নতা কর্মী।

আহতদের মধ্যে একই বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী সাদিয়া আক্তার পপিকে (২৬) ঢাকায় পাঠানো হয়েছে।

বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মনিরুল জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসের’ একটি  বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

“এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অংশুসহ তিন জনকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়।”

ওসি বলেন, এতে ঘটনাস্থলে অংশু নিহত এবং বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীসহ বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।