ঝিনাইদহে আ. লীগ নেতার ‘কর্মিসভার বিরিয়ানি খেয়ে’ অসুস্থ অর্ধশতাধিক

ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের এক সাবেক এমপির ‘কর্মিসভায় দেওয়া বিরিয়ানি খেয়ে’ অন্তত ৬৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 10:34 AM
Updated : 16 May 2018, 10:35 AM

অসুস্থরা বলছেন, ওই বিরিয়ানি খাওয়ার পর মঙ্গলবার রাত থেকে তাদের পেটব্যথা, বমি ও পাতলা  পায়খানার মত উপসর্গ দেখা দেয়।

তাদের বক্তব্য শুনে এবং উপসর্গ দেখে চিকিৎসকরা ধারণা করছেন, খাদ্যে বিষক্রিয়াই এ অসুস্থতার কারণ।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়েজউদ্দিন হামিদ জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ পারভীন তালুকদার মায়া এবার ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী।

মঙ্গলবার বিকালে মহেশপুর হাই স্কুল মাঠে এক কর্মিসভার আয়োজন করেন মায়া। সেখানে প্রায় হাজারখানেক লোক সমাগম হয়। সভা শেষে সবাইকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়।

সেই বিরিয়ানি খেয়ে রাত থেকে বুধবার সকালের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দুপুর পর্যন্ত ৪৫ জন মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১০ জন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৩ জন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফসার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া’ থেকে এ সমস্যা হয়েছে। অসুস্থদের তারা চিকিৎসা দিচ্ছেন।

ওই চিকিৎসাধীন রামচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমান বলেন, কর্মিসভা শেষে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরেন তিনি। রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই খাবার খান।

“রাত ১১টার দিকে আমাদের সবার বমি আর পাতলা পায়খানা শুরু হয়। পরে এই হাসপাতালে আসতে হয়েছে।”

ফতেহপুর গ্রামের একরামুল খানও কর্মিসভায় পাওয়া বিরিয়ানি খাওয়ার পর অসুস্থ হওয়ার কথা বলেছেন।

তিনি বলেন, “ভোরের দিকে পেটব্যথা শুরু হয়। এরপর বমি আর পায়খানা। আমাকে সকালে এনে হাসপাতালে ভর্তি করেছে।”

এ ব্যাপারে পারভীন তালুকদার মায়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

ওই বিরিয়ানি কোথায় রান্না করা হয়েছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিলেন- তা জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।